ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড

 এনভাইরোনমেন্ট এন্ড সোসাল রিস্ক স্পেশালিস্ট

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড

চাকরির সারসংক্ষেপ

প্রকাশ তারিখ: ১৭ জুলাই, ২০১৯ |
খালি পদ: ০১ |

চাকরির ধরন

ফুল টাইম

আবেদনের শেষ তারিখ: ৯ আগস্ট, ২০১৯

জব কনটেক্সট

কাজের বিষয়ঃ ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট

চাকরির দায়িত্বসমূহ

ব্যাংক ও এর আন্তর্জাতিক কাজ করা। এর লেন্ডিং কাজের সাথে সংশ্লিষ্ট সামাজিক ও পরিবেশগত ঝুকি মূল্যায়নের জণ্য দায়িত্ব ।প্রতিষ্ঠান ও ফাইন্যান্সিয়াল পন্যতে সোসাল রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম এবং এনভাইরোনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম নিশ্চিত করার দায়িত্ব।এনভাইরোনমেন্টাল ও সোসাল রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম এর প্রক্রিয়া ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম এর সাথে একই অবস্থানে আছে তা নিশ্চিত করা।প্রচুর ই এন্ড এস ডিউডিলিজেন্স হাই রিস্ক এর উপর করা হয়েছে এবং এসইএমএস এর নির্দেশনা অনুসারে জটিল ট্রান্সেকশন করা হয়েছে ও আইএফসি পারফরমেন্স স্টান্ডার্ড মানা হয়েছে তা নিশ্চিত করা যার মধ্যে আছে সাইট ভিজিট, গননা, সংশ্লিষ্ট স্টেকহোল্ডারের সাথে আলোচনা, ট্রান্সেকশনের সাথে যুক্ত ই এন্ড এস রিস্ক এর ডকুমেন্ট পর্যালোচনা করা ও সংশ্লিষ্ট সমাধান প্রক্রিয়া প্রস্তাব করা।আলোচনা দায়িত্ব ও বরোয়ার সমাধান পরিকল্পনার সাথে সম্মতি ও বৈধ এগ্রিমেন্ট এ একই কনভেনেন্টিং করা।ক্রেডিট প্রসেসিং অনুসারে সিদ্ধান্ত গ্রহনকারী কর্তৃপক্ষের কাছে সংশ্লিষ্ট ঝুকি পরিমাপ নিশ্চিত করা এবং ইএসএমএস / এসইএমএস করা ও প্রচুর ডকুমেন্ট রক্ষনাবেক্ষন করা।ফাইন্যান্সিং / মিটিগেশন পরিকল্পনা এর ই এন্ড এস এর জটিল অবস্থা উন্নতি রেকর্ড ও পর্যবেক্ষণ করা।স্ট্যাফরা ইএসএমএস / এসইএমএস এর প্রক্রিয়া বাস্তবায়ন এর দায়িত্বপালন নিশ্চিত করা বা স্ট্যাফরা রিস্ক ম্যানেজমেন্ট প্রক্রিয়ার অংশ ও তারা সময়ে সময়ে প্রশিক্ষন প্রাপ্ত তা নিশ্চিত করা।বাহিরের ই এন্ড এস কনসালটেন্ট এর রোস্টার রক্ষনাবেক্ষন ও প্রয়োজন অনুসারে সেসকল সেবা গ্রহন করা।

চাকরির ধরন

ফুল টাইম

চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ

ইনফ্রাসট্রাকচার, ম্যানুফ্যাকচারিং বা এগ্রিব্যবসা তে ৬ থেকে ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা ইনভাইরোনমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ও অডিট কাজের অভিজ্ঞতা থাকা।বা৩ থেকে ৪ বছরের ইন্ডাস্ট্রি অভিজ্ঞতা, ইনভাইরোনমেন্ট এ ৩ থেকে ৪ বছরের কনসাল্টিং, সোসাল, হেল্থ ও সেফটি সেক্টরের অভিজ্ঞতা।এনভাইরোনমেন্ট, লেবার, ইন্ডাস্ট্রিয়াল হেল্থ ও সেফটি সংশ্লিষ্ট দেশী আইন অবশ্যই জানতে হবে।যে কোন সার্টিফিকেট বাস্তবায়ন যেমন আইএসও, ওএইচএসএএস বা ইন্টারন্যাশনাল গুড ইন্ডাস্ট্রি প্রাকটিস (আইএফসি, ওয়াল্ড ব্যাংক, এডিবি, জিকা, ডিএফআইডি) অভিজ্ঞতা অগ্রাধিকার।ব্যাংকিং কাজ করতে পারা অতিরিক্ত যোগ্যতা হবে কিন্তু আবশ্যক নয়।অন্যান্য প্রয়োজনীয়তাঃকম্পিউটার দক্ষতাবাংলা ও ইংরেজীতে উত্তম যোগাযোগ দক্ষতামাইক্রোসফট অফিস, এসএম এক্সেল এর দক্ষতা থাকা।উত্তম বিশ্লেষণী ও সমস্যা সমাধান দক্ষতা।অনেক কাজ করতে পারা।

কর্মস্থল

বাংলাদেশের যেকোনো স্থানে

বেতন

ব্যাংক এর নীতিমালা অনুসারে (আলোচনাসাপেক্ষে)

উত্স

বিডিজবস.কম অনলাইন জব পোস্টিং

Comments

Popular posts from this blog

World General Knowledge

Qoutes and Status

ocean