জাপানে চাকরির নতুন ভিসা চালু হতে যাচ্ছে

জাপানে চাকরির নতুন ভিসা চালু হতে যাচ্ছে

জাপানে চাকরির নতুন ভিসা ২০১৯ – জাপানে চাকরির সার্কুলার। যারা চাকরি বা শ্রমিক ভিসায় বিদেশ জেতে যান তাদের জন্য ২০১৯ সাল আসতে পারে বিশাল একটা সুযোগ। আসলে চাকরির ভিসা বা শ্রমিক ভিসা বলতে আমরা বুঝি মধ্য প্রাচ্য আর কোরিয়া ভিসাকে। এছাড়া এই উপমহাদেশের মানুষের জন্য অন্য উন্নত দেখে কাজের ভিসা পাওয়া ছিল অসম্ভভ একটি ব্যাপার। সেই অবস্থার অবসান ঘটতে যাচ্ছে খুব শিগ্রই। এশিয়ার কিং এবং পৃথিবীর ৩য় অর্থনৈতিক পাওয়ার জাপানে খুলে যাচ্ছে চাকরির ভিসা। কাজের ভিসা নিয়ে জাপানে যাবার এই অভূতপূর্ব সুযোগ তৈরি হয়েছে। জাপানে কাজের ভিসা সহ সব ধরনের ভিসার বিস্তারিত জানা যাবে বাংলাদেশের জাপানিজ দূতাবাসেরওয়েবসাইটে www.bd.emb-japan.go.jp

Comments

Popular posts from this blog

seven continent

ocean

All Result