র্সিং ইনস্ট্রাক্টর পদে আনোয়ারা নুরনার্সিং ইনস্টিটিঊটে ২ জনকে নিয়োগ দেওয়া হবে

র্সিং ইনস্ট্রাক্টর

আনোয়ারা নুরনার্সিং ইনস্টিটিঊট

চাকরির সারসংক্ষেপঃ খালি পদ: ২ |
চাকরির ধরনঃ ফুল টাইম
বেতন: আলোচনা সাপেক্ষ |
আবেদনের শেষ তারিখ: ২২ আগস্ট, ২০১৯

জব কনটেক্সট

(গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও নার্সিং কাউন্সিল কর্তৃক অনুমোদিত)স্থান : ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজি চিটাগং, ফয়ে’স লেক, চট্টগ্রাম

চাকরির দায়িত্বসমূহঃ
যোগ্যতা : বিএসসি ইন নার্সিং / মাস্টার ইন নার্সিং/ এমপিএইচ প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ নার্সিং কাউন্সিল এর রেজিষ্ট্রেশন আওতাধীন হইতে হইবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে।

চাকরির ধরনঃ ফুল টাইম

কর্মস্থল ঃ চট্টগ্রাম

Comments

  1. গ্রীজারদের অনেক সময় গীজার বলা হয়। গ্রীজার হল নৌ পরিবহনের চতুর্থ শ্রেনীর একটি পদ। "গ্রীজার" পদের প্রয়োজনতা মূলত মেশিনের নির্বিচ্ছিন্ন কার্যকারিতা বজায় রাখার জন্য। মেশিনগুলি যখন নিয়মিত তেল পায়, তখন তারা সঠিকভাবে এবং দীর্ঘ সময় পর্যন্ত কাজ করে। এই পদের মাধ্যমে মেশিনের জর্জরিত হওয়া ও মেশিনের মারাত্মক ক্ষতি রোধ করা যায়। তাই, "গ্রীজার" পদটি একটি গুরুত্বপূর্ণ পদ হিসেবে বিবেচিত হয় গ্রীজার পদের কাজ কি ? গ্রীজারের মানে কি নিয়ে এই আর্টিকেলে আমরা আলোচনা করেছি বিস্তারিত জানতে পড়ুন।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

World General Knowledge

Qoutes and Status

ocean