বিকাশ থেকে ইনকাম করুন খুব সহজে কোনো অভিজ্ঞতা ছাড়াই

 আমার মনে হয় সবাই এটা জানেন।অনেকে আবার আয়ও করছেন।চলুন শুরু করা যাক।

বিকাশ  টাকা ইনকাম করা খুবই সহজ। আপনাকে শুধু মাত্র বিকাশ আপসটি আপনার স্মার্ট ফোনে আপ্প ইন্সটল করতে হবে এবং রেফারেল অপশন থেকে রেফার কোড সহ লিংক নিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন।  এরপর আপনার রেফারেল লিংক এ গিয়ে সাইন আপ এবং বিকাশ এপ ইন্সটল করলে আপনি পাবেন ৫০ টাকা। এছাড়া আপনার রেফার করা ফ্রেন্ড ও সমপরিমান ৫০ টাকা পাবে বিকাশ থেকে। তবে এখানে বিকাশ থেকে শর্ত দেয়া থাকে যে আপনার রেফার করা ব্যাক্তিকে পরবর্তী ১৫ দিনের ভিতরে বিকাশে যে কোন লেনদেন যেমন মোবাইল রিচারজ, ক্যাশ ইন, ক্যাশ আউট বা যে কোন একটি লেনদেন করতে হবে। তবেই আপনি এবং রেফার করা ব্যাক্তি দুজনেই ৫০ টাকা পাবেন। এভাবে আপনি যদি আগামী ৩০ নভেম্বর এর মধ্যে ১০০ জনকে রেফার করতে পারেন তাহলে ৫০০০ টাকা পাবেন বিকাশের পক্ষ থেকে। আর এই ইনকাম এর কোন লিমিটেশন নেই। আপনি যত খুশি মানুষকে রেফার করে আয় করতে পারেন।

Comments

Popular posts from this blog

invention

World General Knowledge

All Result