বিমান বাহিনীতে বিমানসেনা পদে চাকরির সুযোগ

বাংলাদেশ বিমান বাহিনীতে ‘বিমানসেনা’ পদে নন-টেকনিক্যাল ট্রেডে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১২ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমান বাহিনী

পদের নাম: বিমানসেনা
ট্রেডের নাম: নন-টেকনিক্যাল ট্রেড
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান
বয়স: ২৯ মার্চ ২০২০ তারিখে ১৬-২১ বছর
উচ্চতা: ৫ ফুট ৪ ইঞ্চি
ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী
বুকের মাপ: ৩০ ইঞ্চি, প্রসারণ ৩২ ইঞ্চি
চোখ: ৬/৬
নির্বাচনী পরীক্ষা: আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান, স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা

 আবদেনপত্র সংগ্রহের স্থান: বিমান বাহিনীর সব ঘাঁটি ও ইউনিটসমূহ। এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা।

 আবেদনের নিয়ম: বিমান বাহিনীর ওয়েবসাইট www.joinbangladeshairforce.mil.bd থেকে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: সেন্ট্রাল নন-পাবলিক ফান্ড, বিএএফের অনুকূলে ২০০ টাকা ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে।

 পরীক্ষার স্থান: বিভাগ ও জেলাভিত্তিক পরীক্ষার স্থান ও তারিখ-

                 BAF Job Circular 



Comments

Popular posts from this blog

ocean

World General Knowledge

seven continent